• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন |

দিনাজপুরে দৈনিক কাঞ্চন পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Dinajpurদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে দৈনিক কাঞ্চন পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মুন্সিপাড়াস্থ দৈনিক কাঞ্চনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন সভাপতিত্ব করেন দৈনিক কাঞ্চনের ব্যবস্থাপনা সম্পাদক জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন দৈনিক কাঞ্চন’র সম্পাদক ও প্রকাশক ও দিনাজপুর চেম্বার অব কমার্স’র সাবেক সভাপতি মোঃ নুরুল মঈন মিনু, সম্পাদক মন্ডলীর সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ মোজাফ্ফর আলী মিলন, নির্বাহী সম্পাদক মোঃ ওয়াহেদ সাদিদ তুহিন, বার্তা সম্পাদক মোঃ আনিসুল হক জুয়েল।
প্রতিনিধি সম্মেলনে দৈনিক কাঞ্চন’র প্রতিনিধিদের বস্তুনিষ্ঠ সংবাদ পবিবেশনের আহবান জানিয়ে বলেন, দৈনিক কাঞ্চনকে সাধারণ মানষের কাছে পৌঁছে দিতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কারণ এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে সকলের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি বলেন, এই পত্রিকাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সকলকে সতর্ক হতে হবে। সংবাদ পরিবেশনের আগে সংবাদের সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করতে হবে। তিনি এই পত্রিকাকে উত্তরাঞ্চনের একটি জনপ্রিয় পত্রিকায় পরিণত করতে প্রতিনিধিদের প্রতি আহবান জানান। এ ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিদের সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন তিনি। আলোচনা শেষে দৈনিক কাঞ্চন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিভিন্ন উপজেলা হতে আগত প্রতিনিধিদের হাতে নিয়োগপত্র একটি করে ডায়রী নতুন তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ