ঢাকা: বাংলাদেশে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ উইকেটরক্ষক কামরান আকমল এবং সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তবে ঘোষিত এশিয়া কাপের দলে সুযোগ হয়নি তাদের।
শোয়েব মালিক গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। আর কামরান আকমল গত বছরের মার্চ থেকেই দলের বাইরে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অভিজ্ঞতা কাজে লাগবে ভেবেই দলে অন্তর্ভুক্ত করেছে পাক নির্বাচকরা। দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান এখনো পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় দলে সুযোগ পাননি। বেশ কিছুদিন ধরেই বাজে ফর্মের শিকার মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিককেও এশিয়া কাপের দল থেকে বাদ দেয়া হয়েছে। এক্ষেত্রে দলে সুযোগ পেয়েছেন ফাওয়াদ আলম ও পেসার মোহাম্মদ তালহা।
পাকিস্তানের এশিয়া কাপ দল: মিসবাহ-উল-হক(অধিনায়ক) মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, শারজিল খান, শহিদ আফ্রিদি, উমর আকমল, সোহাইব মাকসুদ, ফাওয়াদ আলম, সাঈদ আজমল, আব্দুর রেহমান, জুনায়েদ খান, উমর গুল, আনোয়ার আলী, বিলাওয়াল ভাট্টি, মোহাম্মদ তালহা।
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মোহাম্মদ হাফিজ(অধিনায়ক), শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, সাঈদ আজমল, উমর গুল, শারজিল খান, সোহাইব মাকসুদ, জুনায়েদ খান, বিলাওয়াল ভাট্টি, সোহেল তানভির, উমর আকমল, জুলফিকার বাবর, মোহাম্মদ তালহা, কামরান আকমল, আহমেদ শেহজাদ।