সিসি নিউজ: দিনাজপুরের কাহারোল উপজেলার উচিৎপুর মাদ্রাসা কেন্দ্র থেকে দুই মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক মাদ্রাসা শিক্ষক দু’জন হলেন কাহারোল দাখিল মাদ্রাসা শিক্ষক বাবুল হোসেন (৩৫) ও সরঞ্জা দাখিল মাদ্রাসার সহকারী সুপার এনামূল হক (৪১)।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাবেরুল হক জানান, রবিবার ওই কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগেই কেন্দ্রের পাশের একটি বাড়িতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। পরে এ ধরণের কোন ঘটনার আলামত না পাওয়ায় ওই কেন্দ্রের সচিবের জিম্মায় ছেড়ে দেয়া হয়।