• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন |

দেশের প্রথম নারী ভিসি ড. ফারজানা !

Farjanঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৮তম ভিসি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তিনিই হচ্ছেন দেশের একমাত্র নারী ভিসি।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদন হলে এ আদেশ জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার সিনেট হলে উৎসবমুখর পরিবেশে বহুল আলোচিত ভিসি প্যানেল নির্বাচন সম্পন্ন হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হন ড. ফারজানা ইসলাম। দ্বিতীয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হোসেন ও তৃতীয় হন অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন।

১৯৭৩ অধ্যাদেশ ১১(১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক ড. ফারজানা ইসলাম চার বছরের জন্য নিয়োগ পাবেন। ২০১২ সালের ২০ মে ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক আনোয়ার হোসেন। পরবর্তী সময়ে শিক্ষকদের আন্দোলনে মুখে এ বছরের ১২ ফেব্রুয়ারি পদত্যাগের ঘোষণা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ