নীলফামারী প্রতিনিধি: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের(রেজি নং- রাজ ১৪৭৬) প্রধান উপদেষ্টা মনোনিত হয়েছেন।
১লা মার্চ নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়স্থ সংগঠনের জেলা অফিসে অনুষ্ঠিত বর্ধিত সভায় সংগঠনের কার্য নির্বাহী পরিষদ, উপজেলা শাখা নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা, সাংগঠনিক কার্যক্রম সু-প্রতিষ্ঠিত করা এবং নীলফামারী জেলাসহ দেশব্যাপী সুষ্ঠুভাবে মালামাল পরিবনের স্বার্থে নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূরকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু। সংগঠনের সভাপতি গোলাম রহমান ডালু জানান, মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূরের অনুমতি সাপেক্ষে আমাদের সংগঠনে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি পত্র সংশ্লষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।