নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সাম্প্রাদিয়কতা, সন্ত্রাস ও জঙ্গীবাদের মূলোৎপাটন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে ছাত্র সমাজ। মঙ্গলবার দুপুরে নীলফামারী সরকারী কলেজে হল রুমে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী ছাত্র সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
নীলফামারী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল। এসময় সমাবেশে নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মোশফেকুল ইসলাম রিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি দ্বীপক চক্রবর্তী, কলেজের সাবেক ভিপি রাকিবুল ইসলাম লিটন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নোহেল রানা ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশে কলেজের বিভিন্ন বিভাগের সহস্রাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।