• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৬ অপরাহ্ন |

জলঢাকায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশ

Protibadসিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় রবিবার বিকালে দুই প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শিক্ষক সমাবেশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। জলঢাকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহুরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  নীলফামারী জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ সরকার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি (মনছুর গ্রুপ) আব্দুল জব্বার, শিক্ষক সফিয়ার রহমান, শাহ্ আরিফুজ্জামান আরিফ, মাহ্মুদুল হক। এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান জানান, “গত ১২ই মার্চ বিকাল ৩টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনকে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউল আলম সবুজ তার দলবল নিয়ে মারধর করতে থাকলে লাঞ্ছিত শিক্ষক আমাকে অভিযোগ দেয়। আমি এর প্রতিবাদ করায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আকতারুজ্জামান বাবু আমার উপর চড়াও হয়। পরে স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।” অপরদিকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আকতারুজ্জামান বাবু আকস্মিক এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় সমাবেশে নেতৃবৃন্দ স্থানীয় এমপি’র দৃষ্টি আকর্ষণ করে। সমাবেশ চলাকালে স্থানীয় সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা সমাবেশ স্থলে উপস্থিত হয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং যারা অনাকাঙ্খিত ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন মর্মে আশ্বাস দিলে তাৎক্ষণিক কর্মসূচী না দিয়ে পরবর্তী কর্মপরিকল্পনা কি হবে তা নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করে সমাবেশ সমাপ্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ