রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৫তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে । দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সোমবার রাজিবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচী হাতে নেওয়া হয়। জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। সকাল ৯ টায় এক বর্নাঢ্য আনন্দ র্যালী উপজেলার বিভিন্ন শহর প্রদক্ষিন করে। পরে রাজিবপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো,নব-নির্বাচিত উপজেলা পরিষদচেয়ারম্যান,শফিউল আলম, আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার,উপজেলা প্রানীজ সম্পদ কর্মকর্তা ডাক্তার মো: সানোয়ার হোসেন,মৎস্য কর্মকর্তা উজ্জল হোসেন,যুবলীগ সভাপতি মাস্টার আজিবুর রহমান,যুবলীগ সাধারন সম্পাদক আতিয়ার রহমান সোহাগ ও ছাত্রলীগ সভাপতি রাইসুল ইসলাম ফুল প্রমুখ। পরে শহীদ মিনার চত্ত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা,বির্তক প্রতিযোগিতা, বিনামূল্যে ব্লাড গ্রুপিংও বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। বাদ জহর উপজেলা কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় ।
রৌমারীতে সংঘর্ষে আহত-১০
কুড়িগ্রামের রৌমারীতে নির্বাচনী পরবর্তি সহিংসতায় এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তির আহত হয়েছে। দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটি ঘটে উজানী ও ভাটিয়া গ্রুপের মধ্যে। আহতদের রৌমারী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, রবিবার রাত আনুমানিক ৮ দিকে রৌমারী বাজারের ভোলা মোড়ে প্রথম সংঘর্ষের সুত্রপাত হয়। পরে উপজেলার মির্জাপাড়া ও কোনাচী পাড়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে জাহাঙ্গীর (৪৬), ছক্কুমিয়া(৪০), কাজী আমজাদ হোসেন (৪৫), নিজাম উদ্দিন(৩৫) সহ ১০ জন আহত হয়। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছে এলাকাবাসি।