• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন |

রাজারহাটে নারী শিকারী পলাশ রিমান্ডে

Dorsonরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘ফিফটি পার্সেন প্রেম আর ফিফটি পার্সেন ধোঁকাবাজী’ নামক তার লেখা অখ্যাত উপন্যাসের রচয়িতা কুড়িগ্রামের রাজারহাটে বহুল আলোচিত একাধিক নারী শিকারী পলাশ হাসান (৩০) কে অবশেষে একদিনের রিমান্ডে নিয়েছে রাজারহাট থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার নাজিমখান ইউপি’র মনারকুটি মৌজার বসুনিয়া পাড়া গ্রামের মৃত সাইফুর রহমান ওরফে সপুর লম্পট পুত্র পলাশ হাসান (৩০) প্রেম প্রতারণা করে সদর ইউপি’র কিশামত পুনকর গ্রামের মৃত অনিল চন্দ্র সরকারের কলেজ পড়ুয়া সুন্দরী কন্যার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই সূত্র ধরে গত বছর নভেম্বর মাসে পলাশ হাসান প্রতারণা করে ওই কলেজ ছাত্রী অনামিকা সরকার (১৭) কে প্রেমের প্রলোভন দিয়ে ফুসলিয়ে রংপুরে একটি মহিলা হোষ্টেলে রাখে এবং তার সঙ্গে দৈহিক মেলামেশা করে আসছিল। পরে বিষয়টি পরিবার জানতে পেয়ে অনামিকার মা কৃষ্ণা রাণী সরকার গত ৬মার্চ বাদী হয়ে রাজারহাট থানায় পলাশ হাসানকে প্রধান আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪। ওই মামলায় ৭ মার্চ রাজারহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে নাজিমখান বাজার থেকে পলাশ হাসানকে গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক অনামিকা সরকারকে রংপুর থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। অভিযুক্ত পলাশ হাসানকে ৫ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কফিল উদ্দিন কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম সরকারের আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, উক্ত পলাশ হাসানের বিরুদ্ধে রাজারহাট থানায় একাধিক নারী প্রতারণার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ২০১১ সালে রাজারহাট উপজেলার জনৈকা কলেজ ছাত্রী স্মৃতি রাণীকে উত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমান আদালতে পলাশ হাসানের ৩ হাজার টাকা জরিমানা আদায় পূর্বক তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর পলাশ হাসান তার দু’সহযোগীসহ কলেজ ছাত্রী স্মৃতি রাণীকে পুনরায় অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় স্মৃতির দুলাভাই উত্তম কুমার বাদী হয়ে ওইদিন রাতে রাজারহাট থানায় পলাশ হাসানকে প্রধান আসামী করে অপহরণ মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ