নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় সুলতানা বেগম নামের এক প্রতারক নারী ফাঁদ পেতে একাধিক যুবকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মিথ্যা বিয়ের কাগজ দিয়ে কখনো বা প্রেমের ফাঁদ পেতে নিরীহ যুবকদের এ সর্বনাশ করছে ঐ নারী। সব শেষ সুলতানা নামের ঐ নারীর রোষানলে পড়ে হাজত খাটছে নওগাঁর নিয়ামত পুরের গ্রামের হাফিজুরের পুত্র ফিরোজ আলম । ফিরোজ জানায় একটি প্রতারক চক্র নিয়ে কাজ করে সুলতানা । তাদের কাজ হলো কোন যুবকে কে টার্গেট করে তাকে ব্লাক মেইল করা । নীরিহ যুবক ফিরোজ কে এ টার্গেট করে প্রেমের ফাঁদ পাতে সুলতানা । প্রথমে মোবাইলে কথা হয় । এর পর শুরু করে প্রেমের ছক আকা কৌশল । এমনি কৌশলে ফিরোজ কে মিথ্যা বিয়ের কাগজ দিয়ে ফাঁসানো হয় । ফিরোজকে স্বামী দেখিয়ে নওগাঁর আদালতে মামলা করে মোহনারা দাবী করে সুলতানা । ফিরোজ জানায় সম্পুর্ন ভুয়া কাগজ দিয়ে তার কাছে দু লাখ টাকা দাবী করে । এ টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল । এর জের ধরে কোর্টে মামলাটি করে । এ মিথ্যা মামলার সমন জারী হলে আদালতে হাজিরা দেয় ফিরোজ কিন্ত আদালত তার জামিন না মঞ্জুর করে হাজতে প্রেরন করে । শহরের চকদেব পাড়ার অপর যুবক
বিশু মন্ডলের পুত্র মজনু জানায় সুলতানা কাজ হলো কোন এক যুবকে কে টার্গেট করে তাকে মিথ্যা মামলা অথবা ভিন্ন কৌশলে ফাসানো । এমন ফাদে প্রায় ১৫ থেকে ২০ জন যুবকের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়েছে প্রতারক সুলতনা বেগম । সব শেষ ঘটনাটি ঘটেছে শহরের দুর্গাপুর মহল্লার সুর্য’র পুত্র মিঠু নামের এক যুবকের মাধ্যমে । গত কয়েক মাস ধরে মিঠু কে স্বামী দেখিয়ে শান্তাহার রেল লাইন সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে সুলতানা অবস্থান নেয় । স্থানীয় বাসিন্দাদের কাছে বিষয়টি রহস্য জনক মনে হলে গত ২০ মার্চ রাতে তাদের কে আটক করে । আটক করে জিজ্ঞাসাবাদ করলে সুলতানা স্বীকার করে মিঠুর সাথে কোন বৈবাহিক সম্পর্ক নেই । এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় । পরে বিষয়টি নিয়ে সান্তাহার পৌর মেয়র একটি সালিষ ডেকে সুলতানার পিতা মোকলেছুর রহমানের কাছে তুলে দেয় । শহরের আরজি নওগাঁর বাসিন্দা মোকলেছুর জানান তার মেয়ে বিভিন্ন অসৎ ব্যাক্তির সাথে সম্পর্ক জড়িয়ে এমন প্রতারনার কাজ করছে ।