• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন |

রৌমারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

 Silaরাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মঙ্গলবার রাতে দুই দফায় শিলাবৃষ্টিতে রাজিবপুর ও রৌমারীর বেশ কয়েক জায়গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জানা গেছে, রাত সাড়ে ১১টায় ও রাত ২টার পর  দুই দফায় ২০/২৫ মিনিট শিলা বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে রাজিবপুরে উত্তর কোদাল কাটি, পাখিউড়াও শিবেরডাঙ্গি এবং রৌমারীর সায়েদাবাদ, কোমড় ভাঙ্গি, কাশিয়াবাড়ি, যাদুর চর, চর শৌলমারী, কাজাইকাটা ও বাগমারাতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। উক্ত এলাকার উঠতি ফসল গম, ভূট্টা, আম-কাঠালের মুকুল সহ শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে এলাকাবাসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ