নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পৃথক দুইদিনের ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৭ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
জানা গেছে, রবিবার ভোর রাতে উপজেলার পাতাড়ী ইউনিয়নের সীমান্ত সংলগ্ন হাড়িপাল গ্রামের বাসিন্দা দিনমজুর আরিফ উদ্দীনের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়। এসময় আগুনের লেলিহান শিখায় তার গোয়াল ঘরে থাকা প্রায় ৭০ হাজার টাকা মুল্যের এক জোড়া এঁড়ে গরু পুড়ে মারা যায়। আসবাবপত্র ও বিভিন্ন মালামালসহ আনুমানিক দেড় লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়। সংবাদ পেয়ে রাতেই পত্নীতলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অপরদিকে শনিবার সন্ধ্যায় উপজেলার লালচান্দা গ্রামের ৩টি বাড়িতে ভয়াবহ অগ্নীকান্ডে প্রায় ৫ লাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।