• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন |

রৌমারীতে এইচএসসি পরীক্ষায় নকলের মহোৎসব

Nokolফয়েজী, রৌমারী (কুড়িগ্রাম): চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় রৌমারী উপজেলার ৬টি কেন্দ্রে চলছে নকলের মহোৎসব। পরীক্ষার ২য় দিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষকরাই নকলের সহযোগিতা করছেন। খবর পেয়ে ইউএনও আব্দুল হান্নান রৌমারী কেরামতিয়া মাদ্রাসা কেন্দ্রে অভিযান চালিয়ে কিসমত উলাহ বালাজান টে. কলেজের অধ্য একরামুল হকসহ ৩ শিক্ষক ও ২ মহিলা নকল পরিবেশককে আটক করেছেন। উল্লেখ্য, রৌমারী কেরামতিয়া মাদ্রাসা, ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, সিজি জামান উচ্চ বিদ্যালয়, রৌমারী কেসমত উল্লাহ বালাজান ও রৌমারী বিএম কলেজের মোট ১ হাজার ৯৫১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এদের মধ্যে কৃষি ডিপ্লোমার ১ম থেকে ৫ম সে. পর্যন্ত ৩৪৫জন, কারিগরির ৩৩৬জন, মাদ্রাসার ১৮৪জন, ডিগ্রি কলেজের বিএম এর ৩৬৩জন ও জেনারেলের ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ