ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মোটরমালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
বুধবার রাত ৯টায় জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সঙ্গে মোটরমালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।
এর আগে মঙ্গলবার সকাল থেকে ঠাকুরগাঁও জেলার ৬টি অভ্যন্তরিণ রুটসহ ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে নসিমন-করিমন, ভটভটি ও থ্রিহুইলার বন্ধের দাবিতে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়।
ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ধর্মঘট প্রত্যারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’