• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১২ অপরাহ্ন |

বাংলাদেশি কিশোরীকে লাঞ্ছিত করলো বিএসএফ

BSFসিসি নিউজ: জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধবলগুড়ি সীমান্তে সিরাজুল ইসলাম মুন্সি নামে বাংলাদেশির বাড়িতে ভাঙচুর করেছে বিএসএফ সদস্যরা। এসময় তার কিশোরী মেয়েকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।

শনিবার দুপুর ১টার দিকে ধবলগুড়ি সীমান্তে বিএসএফ অতর্কিতভাবে বাংলাদেশে প্রবেশ করে এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শী, বিজিবি ও এলাকাবাসী জানায়, উপজেলার জোংড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক বাংলাদেশি বাসিন্দা সীমান্তের ৮৩০ নং মেইন পিলারের কাছে ঘাস কাটতে গেলে ৩৫ ফালাকাটা বিএসএফ’র টহল দলের সদস্যরা সন্দেহ করে তাকে লক্ষ্য করে পিছু ধাওয়া করে। এসময় ওই যুবক প্রাণ রক্ষার্থে ভূট্টা ক্ষেতে লুকিয়ে থাকে। তাকে না পেয়ে সীমান্ত লাগোয়া বাংলাদেশি সিরাজুল মুন্সির বাড়িতে ওই ব্যক্তি লুকিয়ে রয়েছে দাবি করে বিএসএফ টহল দল ওই বাড়িতে হামলা চালায়। সিরাজুলের মাধ্যমিক স্কুল পড়–য়া মেয়ে বিএসএফকে বাধা দিলে তাকে ধাওয়া করে আটক করে লাঞ্চিত করার চেষ্টা করে। এ সময় তার আর্তচিৎকারে এলাকার লোকজন লাঠিসোঠা নিয়ে বিএসএফকে ধাওয়া করলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের ধবলগুড়ি ক্যাম্পের একদল বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় বর্তমানে ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ