ইতালির সরকার জানিয়েছে, তারা ৯৯ বছরের জন্য এ দ্বীপটি কোনো কোম্পানি বা ব্যক্তির কাছে ইজারা দিতে চায় যারা ওই দ্বীপটি পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলবে।সে সাথে সেখানে বিলাসবহুল হোটেলসহ মানুষের থাকার জন্য উপযোগী ব্যবস্থা করবে। খুব শিগগিরই এটির জন্য নিলাম ডাকা হবে। দেশটির সরকার এটি ইজারা দেয়ার জন্য ৫০০ মিলিয়ন ইউরো আশা করছে।মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।যখন ইতালিতে প্লেগ মহামারীতে হাজার হাজার মানুষ নিহত হয় তখন ওই দ্বীপে হাজারো মৃতদেহ নিক্ষেপ করা হয়। তাছাড়া অনেক মুমূর্ষু ব্যক্তিকে সেখানে ফেলে দেয়া হয়। অনেককে সেখানে পোড়ানো হয়।পরবর্তীতে একজন খ্যাতিমান চিকিৎসক সেখানে একটি মানসিক হাসপাতাল গড়ে তোলেন। তিনি সেখানে রোগীদের চিকিৎসার নামে নানাভাবে নির্যাতন করতেন। গত কয়েক বছর ধরে এখানে কাউকে যেতে দেয়া হয় না।এ ভয়ঙ্কর দ্বীপটি মানুষের কাছে আকর্ষণীয় একটি জায়গা হিসেবে গড়ে তুলতে ইতালির সরকার নতুন এ উদ্যোগ নিয়েছে। আর কিছুদিনের মধ্যেই এর প্রক্রিয়া শুরু হবে।