• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:৪৬ অপরাহ্ন |

ইতালির সেই ভয়ঙ্কর দ্বীপে বসবাস করবে মানুষ!

haunted place news lemon_21537_0
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির সেই ভয়ঙ্কর দ্বীপটিকে আজ  মানুষের বসবাস উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।এক সময় প্লেগ রোগে মৃত হাজার হাজার লোককে এই দ্বীপে ফেলে রাখা হতো।এ রোগে মুমূর্ষু শত শত রোগীকে এই দ্বীপে পাঠিয়ে দেয়া হতো।মুমূর্ষু এ সব রোগীরা ধুকে ধুকে এই দ্বীপে মারা যেত।এসবই এখন স্মৃতি। ভয়ঙ্কর এই দ্বীপটির নাম পোভেলজিয়া। দ্বীপটিকে এখন মানুষের বসবাস উপযোগী ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে দেশটির সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

ইতালির সরকার জানিয়েছে, তারা ৯৯ বছরের জন্য এ দ্বীপটি কোনো কোম্পানি বা ব্যক্তির কাছে ইজারা দিতে চায় যারা ওই দ্বীপটি পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলবে।সে সাথে সেখানে বিলাসবহুল হোটেলসহ মানুষের থাকার জন্য উপযোগী ব্যবস্থা করবে। খুব শিগগিরই এটির জন্য নিলাম ডাকা হবে। দেশটির সরকার এটি ইজারা দেয়ার জন্য ৫০০ মিলিয়ন ইউরো আশা করছে।মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।যখন ইতালিতে প্লেগ মহামারীতে হাজার হাজার মানুষ নিহত হয় তখন ওই দ্বীপে হাজারো মৃতদেহ নিক্ষেপ করা হয়। তাছাড়া অনেক মুমূর্ষু ব্যক্তিকে সেখানে ফেলে দেয়া হয়। অনেককে সেখানে পোড়ানো হয়।পরবর্তীতে একজন খ্যাতিমান চিকিৎসক সেখানে একটি মানসিক হাসপাতাল গড়ে তোলেন। তিনি সেখানে রোগীদের চিকিৎসার নামে নানাভাবে নির্যাতন করতেন। গত কয়েক বছর ধরে এখানে কাউকে যেতে দেয়া হয় না।এ ভয়ঙ্কর দ্বীপটি মানুষের কাছে আকর্ষণীয় একটি জায়গা হিসেবে গড়ে তুলতে ইতালির সরকার নতুন এ উদ্যোগ নিয়েছে। আর কিছুদিনের মধ্যেই এর প্রক্রিয়া শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ