• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন |

১৫ ফুট দীর্ঘ শঙ্খচূড় সাপ

snakeসিসি ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রম্পাচোড়াভরমে ধরা পড়েছে ১৫ ফুটের একটি শঙ্খচূড় সাপ। এতবড় কেউটে সাপ রীতিমতো বিরল।
রাতে হঠাৎ একটা অচেনা শব্দে ঘুম ভেঙে যায় রম্পাচোড়াভরমের এক বাসিন্দার। বাড়ির পাশ থেকেই আসছে আওয়াজটা। হাতে টর্চ নিয়ে শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে তো তাঁর চক্ষু চড়কগাছ। দেখেন এক বিশাল শঙ্খচূড় সাপ শুয়ে রয়েছে। এরপরই আর দেরি করেননি তিনি। প্রতিবশীদের নিয়ে ছুটে যান বনবিভাগের আধিকারিকদের কাছে।
খবর পেয়ে সরীসৃপের সন্ধানে জাল, লাঠি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চলে আসে বনবিভাগের দল। দীর্ঘ চার ঘন্টার চেষ্টায় জীবন্ত অবস্থায় তারা ওই সাপকে ধরতে সক্ষম হন। সাপটিকে বিশাখাপত্তনমের জুলজিক্যাল পার্কে নিয়ে যাওয়া হয়েছে।
পৃথীবির দীর্ঘতম বিষাক্ত সাপ শঙ্খচূড় ভারতের জঙ্গলেই পাওয়া যায়। তবে মানুষের সংস্পর্শ এড়িয়েই বাঁচার চেষ্টা করে এই সাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ