নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা নির্বাচনে রবিবার দুপুর পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে মহিলাসহ ৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির ১ জন, আওয়ামী লীগের ১ জন, জাতীয়পার্টির ১ জন ও ইসলামী আন্দোলনের ১ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির পুরুষ ১ জন, মহিলা ১ জন ও ইসলামী আন্দোলনের ১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়ন পত্র বাছাই ২৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে, প্রত্যাহার ৩ মে এবং ভোট গ্রহন ১৯ মে। মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন চেয়ারম্যান পদে বন্দর উপজেলা চেয়ারম্যান (বিএনপি) আলহাজ্ব আতাউর রহমান মুকুল, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান (জাতীয়পার্টি) আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউপি চেয়ারম্যান (আওয়ামী লীগ) আলহাজ্ব এম এ সালাম ও বন্দর থানা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আলী মেম্বার। ভাইস চেয়ারম্যান পদে মহিউদ্দিন শিশির (বিএনপি), ইসমাইল হোসেন মেম্বার (ইসলামী আন্দোলন), মহিলা ভাইস চেয়ারম্যান পদে এড. মাহমুদা আক্তার (বিএনপি)।
বন্দর উপজেলা নির্বাচন অফিসার আঃ রশিদ মিয়া জানান, আরও কয়েক জন প্রার্থীর সমর্থকরা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন ২৪ এপ্রিল পর্যন্ত আরও প্রার্থী মনোনয়ন নিবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন প্রার্থীদের সকল রঙ্গিন বিলবোর্ড অপসারণ করতে হবে নয়তো মনোনয়নপত্র চুড়ান্ত হওয়ার পর বিল বোর্ড পাওয়া গেলে তা আচরণ বিধি লংঘন বলে ধরা হবে। আলহাজ্ব এম এ সালাম মনোনয়ন পত্র সংগ্রহ কারার সময় তার সাথে ছিলেন আলহাজ্ব জাবেদ ভ’ইয়া, গহণ আলী মেম্বার, নুরুদ্দিন আহাম্মেদ, ইমন সাফি, আবু সাঈদ, জাহাঙ্গীর ভূইয়া, তোফাজ্জল ও জুয়েল।