আন্তর্জাতিক ডেস্ক: আসামের পর এবার পশ্চিমবঙ্গে চুম্বনের শিকার হলেন রাহুল গান্ধী। জানা গেছে, রাহুল মুর্শিদাবাদে গিয়েছিলেন একটি নির্বাচনী র্যালিতে অংশ নিতে। র্যালি শেষে তিনি বহরমপুরের স্থানীয় একটি দোকানের মিষ্টি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রধাণ অধীর চৌধুরী।
অধির তাকে সাহায্য করে ওই মিষ্টির দোকানে নিয়ে যান। এসময় সেখানে থাকা কংগ্রেসের এক তরুণী সমর্থক আবেগ সামলাতে না পেরে রাহুলকে প্রথমে জড়িয়ে ধরেন, পরে চুমু খান।
ভারতের রাজনীতির এই সুদর্শন ব্যাচেলর রাহুল এ সময় একটু অপ্রস্তুত হয়ে গেলেও পরবর্তীতে নিজেকে সামলে নেন। তিনি ওই মিষ্টির দোকান থেকে অল্প একটু মিষ্টি খেয়ে দ্রুত কেটে পড়েন। সূত্র: ওয়েবসাইট