দিনাজপুর প্রতিনিধি: তিস্তা অভিমূখে বিএনপির লংমার্চ সফল করতে দিনাজপুরে বিএনপি লিফলেট বিতরণ, গনসংযোগ, মিছিল ও সভা-সমাবেশ অব্যাহত রয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় জেল রোডস্থ কার্যালয় থেকে দিনাজপুর জেলার বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু’র নেতৃত্বে জেলা বিএনপি, পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা লংমার্চ সফল করার লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণ কর্মসূছীতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক সৈয়দ জাহির হোসেন বাবু জেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ মুকুলসহ অন্যান্য নেতাকর্মী।
এদিকে লংমার্চ সফল করার লক্ষ্যে সোমবার বেলা ১১টায় কোতয়ালী বিএনপি জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলাীয় কার্যালয়ে এসে শেষ করে। মিছিলে কোতয়ালী বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ, সহ-সভাপতি ও উথরাইল ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার, শশরা ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, কোতয়ালী বিএনপির কোষাধ্যক্ষ আইনুল হক, দপ্তর সম্পাদক বাবু চৌধুরী, চেহেলগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসন, সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম, সন্দুরবন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মোহাম্মদ, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, আউলিয়াপুর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা এলিন, জুয়েল, শামিমসহ ১০টি ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মী অংশগ্রহন করেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক, কৃষকদলসহ অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন ওয়ার্ডে লংমার্চের সমর্থনে লিফলেট বিতরণ ও সভা-সমাবেশ করেছে।