ঢাকা: রাজধানীর গুলিস্তানে এক তরুণীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে জনতার হাতে ধরা পড়ে দুলটি গিলে ফেলেছে আমির হোসেন (৩০) নামে এক ছিনতাইকারী। পরে বিক্ষুব্ধ জনতা ওই ছিনতাইকারী বেদম মারধর করে পুলিশে দেয়। সোমবার বিকেল সাড়ে ৫টায় গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার তরুণী মুন্নী আক্তারের (১৮) মা আনোয়ারা বেগম বলেন, তারা মা-মেয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপতালে বেসরকারি কর্মচারী হিসেবে কাজ করেন।
বিকেলে কাপড় কিনতে গুলিস্তান আসেন তারা। কাপড় কিনে ফেরার পথে গোলাপ শাহ মাজারের সামনে পেছন থেকে এক ছিনতাইকারী তার মেয়ের কানের দুল ছিনিয়ে নেয়। এ সময় পালাতে গেলে জনতা তাকে ধরে ফেলে। দ্রুত ছিনতাইকারী দুলটি গিলে ফেলে। পরে জনতা তাকে পিটুনি দিলে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তারাও পেছন পেছন হাসপাতালে আসেন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, অনেক কষ্টে মেয়েকে তিনি স্বর্ণের দুলটি কিনে দিয়েছেন। তিনি দুলটি ফেরত চান।
গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) ইকবাল মনির জানান, তিনি ছিনতাইকারী আমির হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।