বিনোদন ডেস্ক: চলতি প্রজন্মের আলোচিত-সমালোচিত ভারতীয় মডেল পুনম পান্ডে। এরই মধ্যে ‘নেশা’ ছবিতে নগ্নদৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। প্রাপ্তবয়স্ক এ ছবিটি ভারতের অনেক স্থানে নিষিদ্ধ থাকার কারণে প্রদর্শিতও হয়নি।
তবে ছবিতে নগ্ন হওয়ার পাশাপাশি ভাল অভিনয়ও করেছেন তিনি। এদিকে ‘ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে দৌড়াবো’এমন বক্তব্য দিয়ে সর্বপ্রথম আলোচনায় আসেন পুনম। যদিও পরে সে কথা তিনি রাখেননি। তবে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে মিডিয়ার সংবাদে ঠিকই পরিণত হয়েছেন।
নতুন খবর হচ্ছে, ‘নেশা’র পর আবারও নতুন ছবির মাধ্যমে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে এ ছবির জন্য চুক্তিবদ্ধও হয়েছেন। বিষয়টি খোদ জানিয়েছেন পুনম। তবে এ বিষয়ে খুব বেশি কথা বলেননি তিনি। জানা গেছে, এটিও প্রাপ্তবয়স্কদের একটি ছবি।
এখানে ব্যাপক রগরগে দৃশ্যে দেখা যাবে তাকে। বেশ কিছু দৃশ্যে নগ্ন হয়েও ক্যামেরাবন্দি হবেন পুনম। বিষয়টি খোদ নিজের টুইটারে জানিয়েছেন তিনি। কয়েকদিনের মধ্যেই ছবিটির ঘোষণা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেয়া হবে।
‘নেশা’র মতো এখানেও প্রধান চরিত্রে কাজ করছেন পুনম। ছবিটির শুটিং শুরু হবে আসছে মে মাস থেকে। বর্তমানে এ ছবির জন্যই প্রস্তুতি নিচ্ছেন পুনম। সব মিলিয়ে ছবিটি নিয়ে দারুণ আনন্দিত ও উত্তেজিত তিনি। এ বিষয়ে পুনম পান্ডে টুইটারে লিখেছেন, নতুন ছবির কথা অনেক দিন ধরেই চলছিলো। অবশেষে সবকিছু পাকাপাকি হয়েছে।
এখানেও আবেদনময়ী পুনমকেই দেখতে পাবেন সবাই। ছবিটি ‘নেশা’র চেয়েও বেশ আলোচিত হবে বলে আমার বিশ্বাস। কারণ, এখানে আরও বেশি নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হবো। আর বিষয়টি নিয়ে আমি এক্সাইটেড। আশায় আছি কবে এর শুটিং শুরু হবে। আমি নিশ্চিত ছবিটি দর্শক অনেক ভালভাবে উপভোগ করবে।