• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন |

দিনাজপুরে ভেজাল ওষুধ কারখানাটি স্বেচ্ছাসেবক পার্টির সভাপতির

Dinajpur দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে স্বেচ্ছাসেবক পার্টির সভাপতির বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব)।

সোমবার দুপুরে র‌্যাবের একটি দল শহরের ষষ্টিতলা এলাকায় ওবায়দুল্লাহ বাবুর বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু ভেজাল ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করে। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

এ সময় কারখানার মালিক ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ওবায়দুল্লাহ বাবুকে আটক করা হয়। এ সময় অভিযানের সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দিয়েছেন।

দিনাজপুর র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মেজর খালিদ জানান, ওবায়দুল্লাহ বাবুর বাসায় এন এ ফার্মা নামে ভেজাল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালানো হয়।

চমকপ্রদ নাম দিয়ে দীর্ঘদিন ধরে এই কারখানায় ১৫টি আইটেমের বিভিন্ন ভেজাল ওষুধ উৎপাদন করা হচ্ছিল বলে র‌্যাব জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ