আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ব্রুজম বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে ৫টার দিকে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। ব্রুজম বিল্ডিংয়ের তিনতলায় একটি নেপালি ল’ফার্ম অফিস থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ছয়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। আগুন লাগার সময় ভবনে থাকা লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়। ব্রুজম বিল্ডিংটিতে ২০টি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল। সবগুলো প্রতিষ্ঠানই পুড়ে ছাই হয়ে গেছে। এক প্রত্যক্ষদর্শী জানায়, ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়ে। এক শিশু মারাত্মক আহত হয়েছে এবং তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। ভবনটিতে স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বলে জানা যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভবনটিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কয়েক হাজার বাংলাদেশির বাস। আর ব্রুজম বিল্ডিংয়ে বেশ কয়েকটি বাংলাদেশি মালিকানাধীন পণ্যের খুচরা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলোও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়।