ঢাকা: রাজধানীর ভিকারুননিসা নুন স্কুলের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরো চার জন।
মঙ্গলবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমানের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষীরা হলেন ভিকারুননেসা স্কুলের ইংরেজী শিক্ষক মাহবুবল হক ও গোলাম সারওয়ার, একই স্কুলের বাংলা শিক্ষক আসিয়া কামাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার জোবাইদুর রহমান।
এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এ নিয়ে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেন আদালত।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৮ মে ওই ছাত্রীকে ধর্ষণ করে তার চিত্র ভিডিও করে রাখে পরিমল জয়ধর। পরে ওই ঘটনা প্রকাশ হলে ছাত্রীর বাবা একই বছরের ৫ জুলাই রাজধানীর বাড্ডা থানায় মামলা দয়ের করেন।