• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

শ্রীপুরে সরকার দলীয় দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষ॥ আহত ৬

33436_Gazipur-(7)- 22 April 2014- 6 injured in internal  AL clashঢাকা: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা (পল্লী বিদ্যুৎ মোড়) এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারদলীয় দুটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেলিহাটী ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক সোহাগ ইলিম গ্রুপের ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সোহাগ (২৩), মাসুদ (২৮), মোমেন (২৬), সোহেল (২৭), আসাদ (২১) ও শিব্বির (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সোলায়মান হক রিপন ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহাগ ইলিমের মধ্যে সোমবার কাথা কাটাকাটি হয়। পরে মঙ্গলবার বিকেলে সোহাগ ইলিম ও তার লোকজন পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় তার চাচা ওয়াহাব হাজীর দোকানে বসেছিল। এসময় পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত শ্রমিক লীগের সোলায়মান হক রিপন এবং তার সহযোগী শওকত ফকিরের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল সোহাগ ইলিম গ্রুপের ওপর হামলা করে। এসময় তাদের ধারালো অস্ত্রের কোপে ছয়জন আহত হন। গুরুতর আহত সোহাগ, মাসুদ, মোমেন, ও সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শ্রীপুর মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা আগ্নেয়াস্ত্রের কথা বললেও গুলি বর্ষণের কোনো খবর পাওয়া যায়নি।
আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ