সিসি ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে চিঠির মূল্য হয়তো কমে গেছে। এর প্রতি এখন আর মানুষের আগের মতো আগ্রহ নেই। তাই বলে যে চিঠির মাহাত্ম্য যে কমে গেছে তা নয়। বিশেষ করে ৪৫ বছর আগের যদি কোনো চিঠি পাওয়া যায় তাহলে তার প্রতি যে অন্যরকম এক আবেগ মিশ্রিত থাকে সেটা সহজেই বোঝা যায়। আর তাইতো সংবাদ মাধ্যমে এরকমই এক চিঠি নিয়ে আলোচনা!
কানাডার এক মহিলার চিঠির বাক্সে রহস্যজনকভাবে ৪৫ বছর আগে পাঠানো একটি চিঠি এসেছে। কয়েক দশক আগে তার বোন তার কাছে চিঠিটি পাঠিয়েছিলেন। অ্যানী টিঙ্গলে নামের ওই মহিলা সরকারি জানান, ১৯৬৯ সালে তার বোন ডাকযোগে চিঠিটি পাঠায়। ওই সময় স্ট্যাম্পের মূল্য ছিল মাত্র ৬ সেন্ট। তখন তার বোনের বয়স ছিল ৯ বছর। চিঠিটি প্লাস্টিকের মোড়কে মোড়া। সঙ্গে কানাডার ডাক বিভাগের একটি নোটও আছে যাতে খাম ও চিঠি নষ্ট হয়ে যাবার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। অথচ চিঠিটি যে এত দেরিতে পৌছালো সেইজন্য ডাক বিভাগের কোনো আক্ষেপের কিংবা দু:খ প্রকাশ করা হয়নি। নোটটিতে লেখা আছে, প্রিয় গ্রাহক, আপনার চিঠিটি নষ্ট হয়ে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা এ অবস্থায়ই চিঠিটি পেয়েছি। তিনি বলেন, খামটিতে ‘মি. ও মিসেস আর.ডি. টিঙ্গেল’-এই ঠিকানা লেখা ছিল। এতে শুধু মাত্র একটি রাস্তার নাম ও ভুল বাড়ির নম্বর লেখা ছিল। লেথব্রিজ শহর থেকে চিঠিটি পাঠানো হয়। আশ্চর্যের যে ঠিকানায় চিঠি এসেছে সেই ঠিকানা লেখা নেই। প্রাপক টিঙ্গেলের কাছে এটাই আশ্চর্যের বিষয় যে কিভাবে চিঠিটি তার কাছে আসলো! চিঠিটি কবিতা দিয়ে শুরু করা হয়েছে। – এএফপি