• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন |

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী বন্ধ

Hili solko-03হিলি প্রতিনিধি: ভারতে লোকসভা নির্বাচনের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে। ফলে সকাল থেকেই দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করেনি। তবে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অংশের হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন কর্মকর্তারা জানান, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরসহ ৪টি জেলার ৬টি আসনে আজ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একারণে সরকার সেখানে ছুটি ঘোষনা করায় ব্যবসায়িরা দুই দেশের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেন। ফলে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে নির্বাচনের কারণে হিলি সীমান্তে রেড এলার্ট জারী করেছে বিএসএফ। হিলি সহ পার্শবর্তী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে জঙ্গিসহ বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ-এর পাশাপাশি পুলিশ টহলও জোরদার করা হয়েছে। বিজিবিও সীমান্তে নজরদারি বাড়িয়েছে।
জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার এর সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ