বিনোদন ডেস্ক: পিপল ম্যাগাজিনের জরিপে ২০১৪ সালের ‘ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল’ নারী নির্বাচিত হয়েছেন লুপিটা নিওঙ্গ।
বিশ্বখ্যাত ম্যাগাজিন পিপল এর জরিপে সেরা সুন্দরীদের তালিকায় শীর্ষে আছেন তিনি। গতকাল বুধবার ম্যাগাজিন কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছেন।
নিওঙ্গ তার অনুভূতি জানিয়ে বলেন, ‘সত্যি অবিশ্বাস্য! এটি আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। আমি ভেবে খুবই খুশি যে মেয়েরা আমাকে পছন্দ করেছে এবং আমাকে এর যোগ্য মনে করেছে।’
৩১ বছর বয়সী এ অভিনেত্রী এবারের অস্কারে ‘টুয়েলভ ইয়ার স্ল্যালাভ’-এ অভিনয়ের জন্য সহ অভিনয়শিল্পী (নারী) বিভাগে বিজয়ী হয়েছেন। তথ্যসুত্র : এপি