• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন |

ভারত ব্রহ্মপুত্রের পানি দেড় হাজার কি.মি খালের মাধ্যমে কাবেরী নদীতে সরাচ্ছে

74556_1সিসি নিউজ: গঙ্গার পর ভারত ব্রহ্মপুত্রের পানিও প্রত্যাহার করার পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা অনুযায়ী তারা ব্রহ্মপুত্রের পানি নিয়ে যাবে দক্ষিণ ভারতের কাবেরী নদীতে। এ জন্য ১ হাজার ৪’শ ৬৬ কিলোমিটার খাল খনন করা হচ্ছে। একই কার্যক্রমের আওতায় ফারাক্কা বাঁধ হয়ে অসংখ্য ছোট ছোট খালও খনন করা হবে। এর ফলে পদ্মা-যমুনায় পানির সংকট ব্যাপক বৃদ্ধি পাবে বলে জানা গেছে।
ভারতীয় একটি সংবাদপত্রের রিপোর্টে বলা হয়, গঙ্গা-ব্রহ্মপুত্র সংযোগ খাল খনন প্রস্তাবে বাংলাদেশ রাজী না হওয়ায় ভারত নিজ ভূখন্ডের উপর দিয়ে ব্রহ্মপুত্র-কাবেরী সংযোগ খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করে। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র সংযোগ খালেরই বিকল্প। মহাপরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে ফারাক্কা থেকে সংযোগ খাল খনন করা হবে দক্ষিণ ভারতের কাবেরী নদী পর্যন্ত। খালটি ফারাক্কা থেকে নিয়ে যাওয়া হবে বর্ধমান জেলার দুর্গাপুর পর্যন্ত। সেখান থেকে দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর (বাঁকুড়া জেলা) থেকে খালটি নিয়ে যাওয়া হবে উড়িষ্যা রাজ্যের অন্যান্য নদ-নদীতে। এরপর অন্ধ্র প্রদেশের গোদাবরী নদী ভেদ করে কৃষ্ণা। কৃষ্ণা থেকে খালটি নিয়ে যাওয়া হবে তামিলনাড়ু রাজ্যের কাবেরী নদীতে। ফারাক্কা থেকে কাবেরী নদী পর্যন্ত মূল সংযোগ খাল ছাড়াও অসংখ্য ছোট ছোট খাল কাটা হবে। এসব খাল অনেক নদী অতিক্রম করবে। নির্মাণ করা হবে পানি সংরক্ষণাগার ও বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে গঙ্গার পানি ফারাক্কা পয়েন্ট পর্যন্ত আনা যাবে। গঙ্গার পানি ব্যবহার করা হবে উত্তর প্রদেশ ও বিহারের বিভিন্ন সেচ প্রকল্পে। এই প্রকল্পের বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে। অপর দিকে ধুবড়ি থেকে ফারাক্কা পয়েন্ট পর্যন্ত সংযোগ খাল কয়েকটি নদীর পানি টেনে নেবে। নদীসমূহ হলো, তিস্তা, তোরসা, রায়ঢাক, জলঢাকা, মহানন্দা প্রভৃতি। এসব নদীই বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে প্রবাহিত নদীগুলোর পানির প্রধান উৎস। এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এসব নদীর পানি নিয়ন্ত্রণ ব্যবস্থাও ভারতের হাতে চলে যাবে। অন্যদিকে বাংলাদেশের বেলায় কি ভয়াবহ ব্যাপারটি ঘটবে তা অনুমান করাও যেন অসম্ভব। হাজার হাজার বছর ধরে বাংলাদেশের যে নদীমাতৃক পরিচিতিটি গড়ে উঠেছে তা ধ্বংস হয়ে যাবে। উত্তরের জেলাগুলো সরাসরি মরুভূমিতে পরিণত হবে, সারা দেশেই পানির প্রবাহ মারাত্মকভাবে কমে যাবে। সূত্র: বিডিটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ