• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন |

দরজা বন্ধ করে নাচ শিখতাম

keyaবিনোদন ডেস্ক: চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী কেয়া। শাহীন-সুমন পরিচালিত ‘মন শুধু তোমারই’ চলচ্চিত্রে কাজ করছেন তিনি। এতে কেয়ার বিপরীতে রয়েছেন ‘পোড়ামন’ খ্যাত নায়ক সায়মন।

‘মন শুধু তোমারই’ চলচ্চিত্রটি সর্ম্পকে কেয়া বলেন, এটি অনেক ভাল একটি ছবি। এখন গানের কাজ করছি। দর্শকরা আবারও আমাকে নতুন রূপে দেখতে পাবেন।

অভিনয় সম্পর্কে কেয়া বলেন, একজন শিল্পী হিসেবে নিজের কাছে নিজের দায়বদ্ধতা অনুভব করি। তাই একটি ভালো চরিত্রে অভিনয় করার আগ্রহ আমার আগে থেকেই।

ছোটবেলার কোনও মজার ঘটনা জানতে চাইলে কেয়া বলেন, ছোটবেলা থেকেই নাচের প্রতি আমার প্রবল আগ্রহ ছিল। এ কারণে পরিবারের সবার অজান্তেই নিজের ঘরের দরজা বন্ধ করে শ্রীদেবী, মাধুরী, ঐশ্বরিয়াদের টিভিতে দেখে দেখে তাদের সঙ্গে নাচের তাল মিলাতাম। আমার নাচের শিক্ষক শ্রীদেবী, মাধুরী, ঐশ্বরিয়া। আমি আজ যেটুকু নাচতে পারি তা তাদের কল্যাণেই।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবির মধ্য দিয়ে অভিষেক ঘটে কেয়ার। এরপর টানা প্রায় ডজন খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তিনি পল্লী মালেক পরিচালিত ‘ওয়ান থ্রি ফোর’, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘তোমার প্রেমে পড়েছি’, বাবুল রেজা পরিচালিত ‘কাটা দাগ’ এবং লেলিন হায়দার পরিচালিত ‘মিশন সিআইডি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ