খেলাধুলা ডেস্ক: টাইম সাময়িকী প্রতি বছর প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে থাকে। বৃহস্পতিবার ২০১৪ সালের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে সাময়িকীটি। বারাক ওবামাদের মতো প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। গেল জানুয়ারিতে লিওনেল মেসি ও ফ্রাঙ্ক রিবেরিকে পেছনে ফেলে বিশ্বসেরা ফুটবলার হন রোনালদো। এ ছাড়া ক্লাব এবং জাতীয় দলের হয়ে ধুন্ধুমার পারফরম্যান্স দেখান। আর সেই সুবাদে এবার টাইম সাময়িকীর প্রভাবশালীদের তালিকায় স্থান পেলেন তিনি।
তার আগে ফুটবলার হিসেবে ২০১৩ সালে এসি মিলান তারকা মারিও বালোতেল্লি, ২০১২ সালে বার্সা তারকা লিওনেল মেসি ও ২০১০ সালে দিদিয়ের দ্রগবা প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছিলেন। রোনালদো ছাড়াও আমেরিকার বাস্কেটবল তারকা জ্যাসন কলিন্স, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, রাগবি খেলোয়াড় রিচার্ড শেরম্যান ও নিউজিল্যান্ডের গলফার লিডিয়া কো এবারের তালিকায় স্থান পেয়েছেন। ক্লাব এবং জাতীয় দলের হয়ে চলতি বছর রোনালদো যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে প্রভাবশালীদের তালিকায় তার নাম ওঠাটা অস্বাভাবিক কিছু নয়।