নীলফামারী প্রতিনিধি: বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে র্যালী ও সমাবেশ অনুষ্টিত হয়েছে নীলফামারীতে। শুক্রবার সকালে র্যালী শেষে সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়ন পরিষদ মাঠে এক সমাবেশ অনুষ্টিত হয়। লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন,জেলা পরিষদের প্রশাসক মমতাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার বেগম , নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল পিপি এ্যাডভোকেট আল মামুদ আলাল প্রমূখ।