রাজশাহী: পত্রিকার এজেন্ট ও হকার্সদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে গত মঙ্গলবার থেকে রাজশাহী নগরীতে জাতীয় দৈনিক পত্রিকা নেওয়া থেকে বিরত রয়েছেন রাজশাহীর এজেন্টরা।
হকার্স শ্রমিক ইউনিয়নের অভিযোগ, এজেন্টরা নিজেদের পত্রিকার পাশপাশি সংবাদপত্র হকার্স সমিতির এজেন্সিতে থাকা দৈনিক আলোকিত বাংলাদেশ, সকালের খবর, মানবকণ্ঠ, জনকণ্ঠ, আজকালের খবরসহ অন্যান্য পত্রিকা আনছে না।
জানা গেছে, এজেন্টরা রাজশাহীতে মাইকিং করে পত্রিকা বন্ধ করে ইউনিয়ন নেতৃবৃন্দের ওপর মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ করেছে। তারা রাজশাহীর ৩৫ হাজার সংবাদ পাঠক, প্রশাসন, সুধীসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দকে পত্রিকা পড়া থেকে বঞ্চিত করেছেন।
এজেন্টদের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে শুক্রবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংবাদপত্র হকাররা। সমবেশ থেকে সংবাদপত্র হকার্স সমিতির নেতারা বলেন, এজেন্টরা রাজশাহীতে ষড়যন্ত্র করে পত্রিকা বন্ধ করে রেখে গরীব হকারদের প্রতিদিন লাখ লাখ টাকার ক্ষতি করছে।
অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে তাদের এ কর্মকান্ডের প্রতিবাদে আরও কঠোর আন্দোলন-কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।