• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ পূর্বাহ্ন |

হিলিতে জিআরপি পুলিশ ফেনিাসডিলিসহ মহলিা আটক

HiLi GRP-Policeহিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় ২৮বোতল ফেন্সিডিল সহ এক বিধবা মহিলাকে আটক করা হয়েছে। বাংলাদেশ পুলিশ (জিআরপি), হিলি রেল ষ্টেশন জিআরপি  ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ মহিলাকে আটক করে। আটককৃত  মহিলা জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর(গুচ্ছগ্রাম) এর মৃর্ত্য মোয়াজ্জেম হোসেনের বিধাব স্ত্রী সফুরা বেওয়া(৪৫)।
হিলি জিআরপি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই আনিছুর রহমান জানান, আজ শনিবার সকাল ০৯ টার দিকে উক্ত মহিলা ফেন্সিডিল গুলো ভারত থেকে নিয়ে সীমান্ত অতিক্্রম করে জয়পুরহাটে যাওয়ার জন্য হিলি রেলষ্টেশনে ট্রেনের অপেক্ষা কর ছিল।এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাসি করে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল গুলো পাওয়া যায়।ফাঁড়ির ইনচার্জ আনিছুর সহ আব্দুল করিম উক্ত পণ্য গুলো অভিযান চালিয়ে আটক করে।পরে পার্বতীপুর থানা জিআরপি পুলিশ ফাঁড়িতে ফেন্সিডিল সহ আটক মহিলাকে জমা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ