• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন |

ব্রাজিলে ফুটবলারদের ৩ লাখ স্টিকার চুরি

index_34404খেলাধুলা ডেস্ক: ব্রাজিলে আসন্ন ফুটবল বিশ্বকাপে দেশগুলোর খেলোয়াড়দের ছবি সংবলিত প্রায় তিন লাখ স্টিকার চুরি করেছে দুষ্কৃতিকারীরা। পানিনি গ্রুপের স্টিকার বহনকারী একটি গাড়ি চুরি হয়ে গেছে, এতে খোয়া গেছে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের অসংখ্য স্টিকার।

১৯৭০-এর বিশ্বকাপে এই ধরনের স্টিকারের প্রচলন হওয়ার পর থেকে ফুটবল সমর্থকদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

স্টিকার ভক্তদের হতাশা কাটাতে চুরি যাওয়ার সঙ্গে সঙ্গেই একটি বিবৃতি দিয়েছে পানিনি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসি, রোনালদো এবং নেইমারের স্টিকারের কমতি নেই।

ব্রাজিলে স্টিকারের চাহিদা ব্যাপক। পানিনির ধারণা, ব্রাজিলে এই বিশ্বকাপে প্রায় ৮০ লাখ স্টিকার অ্যালবাম বিক্রি হবে। পানিনির জন্য তাদের স্টিকার চুরি হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাতেও তাদের স্টিকার চুরি হয়েছিল এবং পরে তা উদ্ধারও হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ