নীলফামারী প্রতিনিধি: জাতীয় পতাকা উত্তলন ও পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনার মধ্য দিয়ে নীলফামারীর জলয়াকা কালিগঞ্জ গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে জলঢাকা উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয়দের উদ্যেগে ওই বদ্ধভুমিতে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয়দের যৌথ আয়োজনে বদ্ধভূমি প্রধান ফলক চত্তর থেকে একটি শোক র্যালী শহর প্রদক্ষিণ শেষে পুনরায় বদ্ধভূমি চত্তরে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় স্থানীয় অধিবাসী ও শহীদ পরিবারের সদস্যরা এ সব কর্মসুচিতে অংশ নেন।
গোলনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আইন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, সাবেক সভাপতি আব্দুল মান্নান,গোলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য ১৯৭১ সালের ২৭ এপ্রিল নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের এই কালিগঞ্জে পাক হানাদার বাহিনী গুলি করে নৃশংসভাবে হত্যা করেছিল নিরাপদ আশ্রয় প্রত্যাশী তিন শতাধীক নর-নারীকে। সে দিনের পৈশাচিক সেই বর্বরতা এখনও এখানকার মানুষের হৃদয়ে দগদগে স্মৃতিতে গাঁথা রয়েছে।
রাষ্ট্রীয় ভাবে দিবসটি পালন করা না হলেও প্রতিবছর স্থানীয় জনগণ ও শহীদ পরিবারের সদস্যরা দিবসটি পালন করে আসছে। সরকারী অর্থে এখানে একটি শহীদ মিনার ও স্তম্ভ গড়ে উঠলেও রাষ্ট্রিয়ভাবে আসেনি বদ্ধভূ’মির স্বীকৃতি। এখানে হত্যা করা হয়েছিলো ওই উপজেলার সদর ও উপজেলার কাঠালী, বালাগ্রাম ইউনিয়নের তিন শতাধিক নারী-পুরুষকে।