• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন |

রাজধানীতে ওভারব্রিজে চলন্ত সিঁড়ি

OverBridgeঢাকা : দেশে প্রথমবারের মতো রাজধানীর বনানীতে ওভারব্রিজে চালু হলো চলন্তসিঁড়ি। উন্নত বিশ্বে রাস্তা পারাপারে এ প্রযুক্তির ওভারব্রিজ ব্যবহার করা হলেও এটি চালুর মাধ্যমে দেশের ইতিহাসে রাস্তা পারাপারে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এ ওভারব্রিজটি চালু রাখা হয়। এর ফলে এখন থেকে ছোট, বড়, কিংবা বৃদ্ধদের জন্য কষ্ট করে ওভারব্রিজে উঠে রাস্তা পার হতে হবে না। পথচারীদের নতুন বলে ওভারব্রিজে উঠতে সমস্যা হলে ওভারব্রিজে উঠতে সাহায্য করতে ২ দিক দিয়ে নির্ধারিত ২ জন অপারেটর ও সাহায্যকারী নিয়োগ দেয়া হয়েছে। পারাপারের জন্য দর্শনীয় নতুন প্রযুক্তির এ চলন্তসিঁড়ির ব্রিজটিতে দাঁড়ানো মাত্রই উপরের দিকে পথচারীদের তুলে নিয়ে যাচ্ছে। তাছাড়া পথচারীদের সুবিধার্থে (ডগলেগ সিস্টেমে) প্রতিটি সিঁড়ির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কম রাখা হয়েছে। উঠতে গিয়ে কষ্ট হয় বিধায় শুধু ওভারব্রিজটির দু’দিক থেকে উঠার জন্য চলন্তসিঁড়ি যোগ করা হয়েছে। নামতে হলে স্টিলের সিঁড়ি বেয়ে নামতে হবে।
স্বাভাবিকের চেয়ে ব্যতিক্রম এ ফুটওভার ব্রিজটি রাজধানীসহ সারাদেশের সব ফুটওভার ব্রিজের চেয়ে ভিন্ন। প্রতি ঘণ্টায় ৬ হাজার ৭শ’ ৫০ লোক ধারণ ক্ষমতাসম্পন্ন এ চলন্তসিঁড়ির ওভারব্রিজটি চলাচলেল জন্য বিদ্যুতের ৩টি লাইনের সংযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ