নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমান মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তার ছোট ভাই শামীম ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাত দেড়টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাসিম ওসমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
গত দশম জতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হন।
নাসিম ওসমানের মৃত্যুতে দলের এ সংসদ সদস্য মারা যাওয়ার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী শোক প্রকাশ করেছেন।