• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন |

মুসলিম এইডের ঋন সহায়তায় শেফালীর দিনবদল

Muslim Aidমীর কাসেম লালু, বীরগঞ্জ: বীরগঞ্জে মুসলিম এইডের ১৮ হাজার টাকা ঋন সহায়তায় বদলে দিয়েছে ভাগ্যের চাকা, ভালই চলছে শেফালীর সংসার। উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইত্রে  গ্রামের এক উদ্যোমী নারী শেফালী রানী স্বামী রাম চন্দ্র রায়। এক ছেলে এক মেয়ের জননী তিনি। পেশায় গৃহিনী পাশাপাশি নিয়েছিল সেলাই মেশিনের প্রশিjক্ষন কিন্তু ছিল না অর্থ তাই দীর্ঘদিন কাজে লাগাতে পারেনি তার প্রশিক্ষন। শুধুমাত্র স্বামীর ইলেকক্টিক মিস্ত্রির স্বল্প আয় দিয়ে অনেক কষ্টে কোন রকম দিন যাপন করত। অবশেষে সন্ধান পায় বীরগঞ্জ উপজেলার বেসরকারী উন্নয়ন সংস্থা মুসলিম এইড বাংলাদেশ এর ঋন কর্মসুচির । শেফালী রানী ২০১২ইং সালের নভেম্বর মাসে মুসলিম এইড বাংলাদেশ হাবলুহাট সমিতির সদস্যা হিসেবে ভর্তি হন। প্রথমে ৮হাজার টাকা ঋন নিয়ে সেলাই মেশিন ক্রয় করে  কাজ শুরু করেন। তাতে তার দৈনিক আয় হতো ১৩০/১৫০ টাকা। শুরু হয় পথ চলা, পরবর্তীতে ২য় ধাপে ১০ হাজার টাকা ঋন গ্রহন করে ক্ষুদ্র পরিসরে ছিট কাপড় দোকানে তোলেন। একদিকে সেলাই মেশিনের আয় অপরদিকে কাপড় বিক্রয় সহ সব মিলে তার বর্তমানে দৈনিক আয় ২৫০/৩০০ টাকা। বর্তমানে তার এক ছেলে ১০ম শ্রেনীতে আর এক মেয়ে ৩য় শ্রেনীতে পড়াশুনা করে । তিনি জানান তাদের সংসার এখন বেশ ভালোভাবেই চলছে । এখন তাদের কোন অভাব নেই। ভবিষ্যতে আরো বেশী করে ঋন সহায়তা পেলে দোকানের পরিসর আরো বড় করবেন বলে শেফালী রানীর আশা। শেফালী রানীর দেখাদেখি অনেকেই মুসলিম এইডের ঋন নিয়ে গরু ছাগল কৃষি ও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। মুসলিম এইড শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম জানান অত্র ঋন কর্মসুচির আওতায় আয় বৃদ্ধি মুলক প্রকল্পে এ পর্যন্ত এ উপজেলার ১হাজার ৫ শত ৪ পরিবারকে মোট ১ কোটি ২৬ লাখ ৭৯ হাজার টাকা ঋন সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আমরা সবসময় শেফালী রানীর মত উদ্যোমী নারীদের অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ