বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: বীরগঞ্জের সোমবার মধ্যরাতে হাউজী প্যান্ডেল গুড়িয়ে দিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফরের নেতৃত্বে ওসি আরমান হোসেন (পিপিএম) ও বিজিপি’র যৌথ সহযোগিতায় নিজপাড়া ইউনিয়নে প্রেম বাজার এলাকায় অভিযান চালিয়ে হাউজীসহ বিভিন্ন লটারীর প্যান্ডেল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য বেশ কিছুদিন হতে মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার কল্যাণ ট্রাষ্ঠের সাথে চুক্তিপত্র দেখিয়ে নিজপাড়া ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হাউজীসহ বিভিন্ন লটারী চালানো হচ্ছিল। উলেখিত ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডের একাংশসহ সর্বস্থরের শ্রেণী পেশার মানুষ ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে দুই ঘন্টা মানববন্ধন কর্মসুচী পালন করে। সম্প্রতি হাইকোটে একটি রিট দাখিল করা হয়। আদালত আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য ইউএনও’কে নিদেশ দিয়েছেন। আদালতের আদেশ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর ২৮ এপ্রিল মধ্যরাতে অভিযান চালিয়ে সকল স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন।