নীলফামারী প্রতিনিধি: রোববার রাতে জলঢাকা উপজেলার কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে রশিদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কাজিরহাট পান্থাপাড়া আলিম মাদরাসা ও পশ্চিম খুটামারা কবিরাজ পাড়া প্রাথমিক বিদ্যালয়। ঝড়ে ওই প্রতিষ্ঠানগুলোর শ্রেণি কক্ষ লন্ডভন্ড হয়ে যায়। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির এখন শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে। এছাড়াও বাড়িঘর ও সহস্রাধিক গাছ পালা বিদ্যুতের পোল এবং পাকা ইরি ধানসহ বিভিন্ন ফসলের ব্যপক ক্ষতি লক্ষ্য করা গেছে। এদিকে ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুতের পোল উপরে পড়ায় দুই দিন ধরে বিদ্যুৎ বিছিন্ন ছিল।