লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আন্তর্জাতিক ইসলামি সুন্নী মহাসম্মেলন ২০১৪ এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উক্ত আন্তর্জাতিক ইসলামি সুন্নী মহাসম্মেলন ২০১৪ হাতীবান্ধা ব্যবসায়ী সমিতির আয়োজনে আজ বুধবার বাদ আসর হাতীবান্ধা এস এস হাইস্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে আন্তর্জাতিক মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আওলাদে রাসূল হযরাতুল আল্লামা ড.সৈয়দ রিদ্বওয়ান আল-মাদানী, প্রফেসর আত-তৃয়াবা ইউনিভার্সিটি, মদনিাতুল মোনাওয়ারা, সৌদি আরব । বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, ড. সৈয়দ এরশাদ আহমেদ আল-বুখারী মহাপরিচালক ইসলাামি রিসার্চ সেন্টার দিনাজপুর।
এতে সভাপতিত্ব করবেন লিয়াকত হোসেন বাচ্চু হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান ।
হাতীবান্ধা ব্যবসায়ী সমিতির সভাপতি মনোয়ার হোসেন দুলু জানান, উক্ত সম্মেলনে যাতে কোন অপ্রিতকর ঘটনা না ঘটে ও সম্মেলনটি সুষ্টু ভাবে শেষ হয় তার জন্য কঠোর নিরাপত্তাসহ সবরকম ব্যবস্থা এবং আইনের সহায়তা গ্রহন করা হয়েছে ।