খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে শ্রমিক সংগঠনগুলো শহরের সিনেমা হল এলাকা থেকে একটি র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে শ্রমিক ট্রেড ইউনিয়ন অফিস চত্তরে এক আলোচনা সভায় মিলিত হয়। শ্রমিক ইউনিয়ন সভাপতি মঞ্জুরুল হক সরকার বিপ্লব এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী লায়ন, সমাজসেবক মোবাশ্বের হক মুক্তি শ্রমিক নেতা নজরুল ইসলাম, লিয়াকত আলী, জিকরুল হক, আব্দুর রহমান প্রমুখ।