• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ পূর্বাহ্ন |

হিলি স্থলবন্দরে মে দিবস পালিত

May Dibosআকতার হোসেন বকুল, হিলি: শ্রমিকের ন্যায মজুরি দিতে হবে, দিতে হবে, শ্রমিকদেরকে নিয়ে নেতাদের রাজনীতি বন্ধ করতে হবে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থল বন্দর কেন্দ্রীক সকল ব্যানারের শ্রমিক সংগঠন গুলো বৃহস্পতিবার দুপুর ১২টার সময় যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক মহান মে দিবস পালিত করেছে। দিবসটি পালন উপলক্ষ্যে বন্দরের বিভিন্ন পরিবহন শ্রমিক, বন্দর কুলি শ্রমিক সহ সকল সংগঠন তাদের নিজ নিজ ব্যানার ফেষ্টুন রং বে-রংয়ের টুপি গেঞ্জি পরে রং ছিটিয়ে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে র‌্যালী করেছে। র‌্যালি শেষে প্রায় সব সংগঠনগুলোই উন্নত মানের বিভিন্ন রকমের খাবারের আয়োজন করেন। এদিকে মে দিবসের কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী সারা দিন বন্ধ থাকলেও বিকাল ৫টার দিকে পন্যবাহি ট্রাক হিলি বন্দরে প্রবেশ  করেছে।
অপর দিকে বাস ও ট্রেন চলাচল বন্দ থাকায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেট দিয়ে উভয় দেশের যাত্রী পারা পার করেছে তুলনা মুলক ভাবে অন্য দিনের চেয়ে কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ