সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ঝুট কাপড়ের গোডাউনে সৃষ্ট অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার কাপড় পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে গোডাউন সংলগ্ন বসবাসকারী তিনটি পরিবার। আজ শুক্রবার ভোরে শহরের মুন্সিপাড়াস্থ দর্জিপট্টিতে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার আনুমানিক ভোর ৫টার দিকে দর্জিপট্টির শাহাজাদা হোসেনের ঝুট কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে ওই আগুন গোডাউন সংলগ্ন আসমত আলী, ইমতিয়াজ ও দোলোয়ার হোসেনের বাসায় ছড়িয়ে পরে। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনে। আগুনে গোডাউনের প্রায় ৪ লাখ টাকার ঝুট কাপড় পুড়ে গেছে বলে গোডাউনের মালিক ব্যবসায়ী শাহাজাদা দাবি করেছে। ওই আগুনে আসমত ও ইমতিয়াজের বাসার আসবাবপত্র সম্পুর্ণ ভষ্মিভূত হয়েছে। পরিবার দু’টির ক্ষতির পরিমান প্রায় ২ লাখ টাকা। আগুনে পুড়েছে ব্যবসায়ী দেলোয়ার হোসেনের তিনতলা ভবনের নীচতলার একটি কক্ষের আসবাবপত্র।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে সিসি নিউজকে নিশ্চিত করেছেন সৈয়দপুর ফায়ার অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মিজান বেগ।