ঢাকা: অন্ধদের মাঝে টেকনোলজি ছড়িয়ে দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগের ছাত্ররা অন্ধদের জন্য তৈরী করেছেন বিশেষ কিবোর্ড। এই কিবোর্ডের সাহায্যে অন্ধরা সহজেই কাজ করতে পারবেন।
প্রজেক্টটির মূল আইডিয়া দিয়েছেন রেদোয়ান অর্নব, সহযোগিতায় রয়েছেন আরিফুজ্জামান ফয়সাল, রায়হান খান, কামরুজ্জামান নাহিদ, সাঈদ। তারা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর তড়িৎ কৌশল বিভাগ এর ৩য় বর্ষের ছাত্র। প্রজেক্টের তত্ত্বাবধানে রয়েছেন তড়িৎ কৌশল বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর মো: ইমরান মমতাজ ও লেকচারার মো: শাফায়াত হোসেন।
কিবোর্ডটি যেভাবে কাজ করবে:
প্রজেক্টের মুল উদ্দেশ্য হল, ব্রেইলের অক্ষর গুলোকে সাধারনদের বোধগম্য অক্ষরে পরিনত করা। এখানে ব্রেইলের ৬ টি ডট এর জন্য ৬ টি বাটন থাকবে এবং অক্ষর স্ক্রিনে প্রবেশ করানোর জন্য আরো একটি আলাদা বাটন থাকবে। কোন visually impaired ব্যক্তি যদি এই ৬ টি বাটনের একটি valid braille c ombination প্রেস করার পরে ঐ আলাদা বাটনটি প্রেস করে তাহলে ডিসপ্লেতে ঐ braille combination এর সাথে সম্পর্কিত অক্ষরটি সজজেই চলে আসবে।
উদ্দেশ্য
* অন্ধ ও দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষের মধ্যে যোগাযোগের ব্যবধান দূরীকরণ।
* ব্রেইল অক্ষর ও স্বাভাবিক অক্ষরের মধ্যে মেলবন্ধন স্থাপন ও হার্ডওয়্যারে তাদের ব্যবধান কমানো।
* শ্রুতিলিখন সহজ ও দ্রুততর করা।
* বিভিন্ন বই সহজে অন্ধদের জন্য প্রস্তুত করা।