• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন |

পাক প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Interআন্তর্জাতিক ডেস্ক: বকেয়া বিল পরিশোধ না করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকারি বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পাক সরকারের এক কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ‘সুই নর্দান গ্যাস পাইপলাইন্স লিমিটেড’ বলেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, তার সরকারি বাসভবন ও জাতীয় সংসদ ভবনসহ ১৮টি ভবনের বিদ্যুৎ সরবরাহ লাইন কেটে দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী এ মুহূর্তে ব্রিটেন সফরে থাকায় আপাতত বিড়ম্বনা থেকে বেঁচে গেছেন।
গ্যাস কোম্পানিটির এক কর্মকর্তা জানান, গত ছয় মাস ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কয়েকবার নোটিশ পাঠানো হয় এবং তারপর বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরো জানান, নওয়াজ শরীফের কার্যালয়ে এ পর্যন্ত বিল বাকি পড়েছে প্রায় ৪৭ লাখ রুপি। প্রধানমন্ত্রীর নির্দেশের পর বিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০১৩ সালে নির্বাচনী প্রচারণার সময় নওয়াজ শরীফ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে তিনি বিদ্যুৎ বিল পরিশোধে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সূত্র: আইআরআইবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ