ঢাকা: অ্যাডভোকেট চন্দন সরকারকে হত্যার প্রতিবাদে আইনজীবীদের ডাকা নারায়ণগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।
শুক্রবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নৈতিক সমর্থনের কথা জানান।
ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার সাংগঠনিক সর্বোচ্চ সতর্ক অবস্থা কার্যকর করার জন্য আমরা সারাদেশে বিএনপি ও এর অংগ সংগঠনের প্রতিটি স্তরের ও শাখার নেতাকর্মীদর উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর জন্য আমাদের পরামর্শ হচ্ছে প্রত্যেকের আওতাধীন এলাকায় লিফলেট, পোস্টার, সভা, মতবিনিময়সহ বিভিন্ন পন্থায় অপহরণ, খুন, গুম হত্যা সম্পর্কে জনসাধারণকে সচেতন এবং এসব অপরাধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন।’