চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: “একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য মুক্ত গণমাধ্যম” এ শ্লোগানকে সামনে রেখে চিলমারীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে যৌথভাবে রেডিও চিলমারী, প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, চিলমারী সাংবাদিক ফোরাম, প্রেস এ্যাসোসিয়েশন র্যালী ও সেমিনারের আয়োজন করে।
শুক্রবার সকাল ১১টায় একটি বর্ণাঢ়্য র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পশু সম্পদ অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, রেডিও চিলমারী’র স্টেশন ইনচার্জ বশির আহম্মেদ, রিপোর্টাস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম জুয়েল, সাংবাদিক ফোরাম সভাপতি নিজামূল ইসলাম উজ্জল, সিপিএ সভাপতি ফজলুল হক, সাংবাদিক নাজমুল হুদা পারভেজ প্রমূখ।